Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ভূমিকা:

১. ভিশন ও মিশন

ভিশন: স্থানীয় অবকাঠামো অর্ভূতর্পূব উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক অবস্থার অব্যাহত উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা উন্নীতকরণ এবং স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচনে অনুঘটক হিসেবে ধারবিাহিকভাবে কাজ করার মাধ্যমে রুপকল্প সমূহ বাস্তবায়ন।

মিশন: মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বে ২০৩০ সালের মধ¨ দেশের পঞ্চবাষি©ক পরিকল্পনা ও পেªক্ষিত পরিকল্পনা সমূহের পাশাপাশি জাতিসংঘ ঘোষিত SDG এর অধিকাংশ গোল পªত¨ক্ষ ও পরোক্ষভাবে অর্জন, গাªমীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং একইসাথে দেশের অর্থনৈতিক পªবৃদ্ধিতে গাªমের ভূমিকা অধিকতর সুসংহত করার জন¨ পªতিটি গাªমে আধুনিক নগরের সুবিধা সম্পªসারন তথা ‍"আমার গাªম আমার শহর" উন্নয়ন সহ দেশের উপজেলাগুলিতে পরিকল্পিত, সমন্বিত উন্নয়নের মাধ¨ম ২০৪১ সালের মধ¨ই বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” বির্নিমাণের অগªগতিতে সরকারের অন¨তম বৃহr পªকৌশল স্ংস্থা হিসাবে পেশাদারিত্ব, দক্ষতা ও কার্যকরভাবে পরষ্পরসম্পর্কীত ও সহায়ক কার্যক্রমসমূহ যেমন: সামাজিক ও পরিবেশগত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে জনগণ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা; কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠী ও অংশীজনদের সেবা প্রদানে মূল কারিগর হিসারে গুরুত্বপূ©ণ ভূমিকা পালনের মাধ¨মে সুখি-সমূদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবং এ উন্নয়নের ধারা অব্যাহত রাখা।

এলজিইডি’র মূখ্য দায়িত্বা ও কার্যাবলী:

  • পল্লী ও নগর অঞ্চলে অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ;
  • পল্লী অবকাঠামো রক্ষনাবেক্ষণ;
  • গ্রোথ সেন্টার/হাট বাজার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ;
  • ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাকে র্পূণাঙ্গ কারিগরী সহায়তা প্রদান;
  • ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা প্লানবুক, ম্যাপিং ও সড়ক এবং সামাজিক অবকাঠামো ডাটাবেজ প্রস্ত্ততকরণ;
  • ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিবীক্ষণ;
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অর্পিত অবকাঠামো উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন ও পরিবীক্ষণ;
  • জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিক দলসমূহের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকান্ডের প্রশিক্ষণ;
  • ডিজাইন ও অন্যান্য কারিগরী মডেল, ম্যানুয়েল ও স্পেসিফিকেশন প্রণয়ন;
  • এলজিইডি’র কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি;
  • উপজেলা পরিষদ চেয়ারম্যান এর তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে হস্তান্তরিত বিষয়ে নথি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়াম্যান এর নিকট অনুমোদনের জন্য পেশ করণ;
  • উপজেলা পরিষদ ও সরকার কর্তৃক অর্পিত নির্মাণ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং মেরামত কাজের পরিকল্পনা, প্রাক্কলন প্রণয়নসহ স্কীম প্রস্তুতকরণ;
  • উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত নির্মাণ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ নিয়মিত তদারকি এবং কাজের গুনগতমান নিশ্চিত করার লক্ষে পদক্ষেপ গ্রহণ;
  • উপজেলা পরিষদ বা সরকার কর্তৃক অর্পিত ক্রয় কার্যক্রম (পাবলিক প্রকিউরমেন্ট) পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা অনুযায়ী সম্পন্ন করণ;
  • উপজেলা ও ইউনিয়ন পরিষদকে নির্মাণ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজে করিগরি পরামর্শ ও সহায়তা প্রদান;
  • উপজেলা পরিষদ অথবা সরকার কর্তৃক অর্পিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন সম্বলিত অবকাঠামো এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন;
  • সরকার বা অন্যকোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময়ে অর্পিত অন্যকোন কারিগরী দায়িত্ব যথাযথ ভাবে সম্পাদন;