বর্তমানে এলজিইডি, মেহেরপুর সদর উপজেলায় নিম্নলিখিত প্রকল্পসমূহ চলমান আছেঃ
০১। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP)
০২। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (UGDP)
০৩। ৫০০ আসন বিশিষ্ট উপজেলা পরিষদ অডিটোরিয়াম নির্মাণ।
০৪। উপজেলা উন্নয়ন সহায়তা খাতের “সামাজিক প্রতিষ্ঠান (কবরস্থান/শশ্মান/মসজিদ/মন্দির)” উপখাত।
০৫। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (PEDP-4)
০৬। চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প(১ম পর্যায়) (NBIDNNGPS)
০৭। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) (NBIDGPS)
০৮। পল্লী সড়ক / কালবার্ট মেরামত কর্মসূচী।
০৯। বৃহত্তর কুষ্টিয়া জেলা অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (GKP)।
১০। বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীন অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (GKRIDP)।
১১। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রমীণ অবকাঠামো উন্নয়নপ্রকল্প (IRIDP-2)।
১২। খুলনা বিভাগীয় গ্রমীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (KDRIDP)।
১৩। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প।
১৪। মুক্তিযোদ্ধা ইতিহাসিক স্হাপনাসমূহ সংরক্ষন পূন:নির্মান প্রকল্প।
১৫। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মান প্রকল্প।
১৬। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প ।(GSIDP)
১৭। বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন প্রকল্প ।
১৮। গ্রাম সড়ক পূনর্বাসন প্রকল্প (VRRP) ।
১৯। সম্প্রসারিত উপজেলা পরিষদ ভবন নির্মান প্রকল্প (EUCP) ।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)